পরিবারে চলছে কান্নার রোল : ফেরার অপেক্ষার প্রহর গুনছে স্বজনেরা

দামুড়হুদার চাকুলিয়া সীমান্ত থেকে নিখোঁজ গরুব্যবসায়ী আবদুল্লার ৬ দিনও সন্ধান মেলেনি

 

কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার চাকুলিয়া সীমান্তে থেকে নিখোঁজ গরুব্যবসায়ী আবদুল্লার ৬ দিনেও সন্ধান মেলেনি। তার পরিবারে চলছে কান্নার মাতম। আবদুল্লার ফেরার অপেক্ষায় প্রহর গুনছে স্বজনেরা। চাকুলিয়া সীমান্ত থেকে আবদুল্লাহ তার সহযোগী কালুসহ ধরা পড়ে। বিএসএফ’র হাতে কালু কৌশলে পালিয়ে এলেও নিখোঁজ হয় আবদুল্লাহ। আবদুল্লাহ বিএসএফ’র হাতে আটক রয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। আবদুল্লাহকে ফেরত পেতে সীমান্তে অনুষ্ঠিত হয় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক। এ বৈঠকে আবদুল্লাহকে আটকের কথা অস্বীকার করে বিএসএফ। আসলে কী ঘটেছে আবদুল্লার ভাগ্যে তা অনিশ্চিত হয়ে পড়েছে সবাই।

জানা গেছে, গত ২৯ ডিসেম্বর সোমবার রাতে বাড়ি থেকে বের হয় দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আমিন মণ্ডলের ছেলে আবদুল্লাহ (২২) ও চাকুলিয়া গ্রামের খলিলের ছেলে কালু। চাকুলিয়া সীমান্তে গুঞ্জন ওঠে, সেখান থেকে বিএসএফ দুজনকে আটক করেছে। এ সময় কৌশলে কালু পালিয়ে রক্ষা পেলেও বিএসএফ ধরে নিয়ে যায় আবদুল্লাকে। আবদুল্লাহকে আটক করা হয়েছে কি না তা জানতে বিএসএফকে পত্র দেয় বিজিবি। পরদিন মঙ্গলবার চাকুলিয়া সীমান্তে ৮৬নং পিলারের কাছে বিজিবি ও বিএসএফ’র মধ্যে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক। বিজিবি জানায়, বিএসএফ আবদুল্লাহকে আটকের কথা অস্বীকার করেছে। ৬ দিন অতিবাহিত হলেও আবদুল্লার সন্ধান না মেলায় পরিবারের নেমে আসে হতাশা। আবদুল্লার ফেরার অপেক্ষায় পথ চেয়ে আসে তার পরিবারের সদস্যরা।