গাংনীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী থানা পুলিশের অভিযানে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আক্কাস খাঁ গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রামের হোসেন আলীর ছেলে।

গাংনী থানাসূত্রে জানা গেছে, কুলবাড়িয়ায় ভগ্নিপতির বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন এসআই মল্লিক মনিরুজ্জামান। ২০০৭ সালে অস্ত্রসহ গ্রেফতার হয় আক্কাস। জামিনে মুক্ত হয়ে বিদেশে পাড়ি জমায়। ওই মামলায় মেহেরপুর জেলা জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১২ বছর কারাদণ্ড দেন। বিদেশ থেকে ফিরে এলে বেশ কিছুদিন ধরেই তাকে গ্রেফতারে অভিযান চলছিলো বলে জানান এসআই মল্লিক মনিরুজ্জামান। আক্কাসকে আজ শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে বলে গাংনী থানাসূত্রে জানা গেছে।