মুজিবনগর প্রতিনিধি: গাঁজা রাখার অপরাধে গাঁজাব্যবসায়ীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কুমার মণ্ডল। গতকাল শুক্রবার সকাল সাডে ১০টার দিকে তিনি ওই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হচ্ছে- মুজিবনগরের আনন্দবাস গ্রামের সাগর (২৬)।
মুজিবনগর থানাসূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে আনন্দবাস মণ্ডলপাড়া কবরস্থানের কালভার্টের কাছে সাগর গাঁজা নিয়ে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এএসআই কাজী রিপন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে আনন্দবাস মণ্ডলপাড়া কবরস্থান এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৭ (ক) ধারায় দোষী সাব্যস্ত করে সাগরকে ছয় মাস কারাদণ্ডাদেশ প্রদান করেন।