জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গতকাল শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জীবননগর উপজেলা ফুটবল একাদশ ১-০ গোলে মেহেরপুর জেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। খেলার প্রথামার্ধের ১৫ মিনিটের মাথায় জীবননগর ফুটবল একাদশের পক্ষে একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নেন সুমন। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে মেহেরপুর জেলা একাদশ। কিন্তু শেষ পর্যন্ত মেহেরপুর জেলা একাদশের আর গোল শোধ করা হয়নি। ফলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন জীবননগর উপজেলা ফুটবল একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান, জীবননগর উপজেলা চেয়ারম্যন আবু মো. আ. লতিফ অমল, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যন হাজি হাফিজুর রহমান হাফিজ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজি সাইদুর রহমান ধুন্দু, সীমান্ত ইউপি চেয়ারম্যন আব্দুল হান্নান, কাউন্সিলর রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।