স্টাফ রিপোর্টার: বাল্যবন্ধু নজরুলের সাথে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য প্রকাশ পাওয়ার ভয় এবং স্বামী নবী হোসেনের কাছ থেকে ভরণপোষণ না পাওয়ার ক্ষোভ থেকেই নবীকে খুন করার পরিকল্পনা করেন সুমনা বেগম। গভীর রাতে সুমনা দরজা খুলে দিলে তার প্রেমিক নজরুল দু সহযোগীসহ ঘরে ঢোকেন এবং ঘুমন্ত নবীকে গলা কেটে খুন করেন। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পরিবহন ব্যবসায়ী নবী হোসেন হত্যা মামলায় গ্রেফতার সুমনা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন। তার জবানবন্দিমতে, নবীকে হত্যার পর লাশ কয়েক টুকরো করে বস্তা ও ব্যাগে করে একাধিক স্থানে ফেলে দেয়া হয়। কিশোরগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের (২) বিচারক হামিদুল ইসলাম গত বৃহস্পতিবার সুমনার এ জবানবন্দি রেকর্ড করেন। গতকাল শুক্রবার ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জবানবন্দির এ তথ্য জানান। গত ২৫ ডিসেম্বর পৌর শহরের মালাগুদাম এলাকা থেকে হাত-পা-মাথাবিহীন একটি খণ্ডিত দেহ উদ্ধার করে পুলিশ।