মাথাভাঙ্গা মনিটর: লন্ডনের বিখ্যাত দৈনিকে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক, বর্তমানে অন্যতম প্রধান পাক রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের সর্বোচ্চ নেতা ইমরানের বিয়ের খবর বেরানোর পর স্বয়ং ইমরান সেটা অস্বীকার করেছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, আমার বিয়ের খবরটা ফুলিয়ে-ফাঁপিয়ে করা! এরপর কিছুক্ষণের মধ্যে ইমরান এক বিবৃতিও দেন। যাতে তিনি বলেছেন, আমার বিয়ে নিয়ে যে গুজব ছড়াচ্ছে, তা নিয়ে একটা কথা বলে দিতে চাই। আমার সমর্থকদের সামনে আমি খোলাখুলি দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলাম। কিন্তু বিয়ের ব্যাপারটা হালকাভাবে নেয়া চলে না। বিশেষ করে দ্বিতীয় বিয়ে, যেখানে বাচ্চারাও জড়িয়ে আছে। তাছাড়া, এই মুহূর্তে পেশোয়ারে শিশু-হত্যালীলা নিয়ে আমরা গভীর শোকাহত। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ইমরানের বোন আলিমা খানও এ খবরকে অস্বীকার করার পাশপাশি বলেছেন, এ ধরনের খবরে ইমরানের রাজনৈতিক বিরোধীরা সুযোগ পেয়ে যাচ্ছে ওকে কালঙ্কিত করতে। ইমরানের বিয়ে করার ইচ্ছে বা পরিকল্পনা কোনোটাই নেই। কিন্তু পাক মিডিয়া ইতোমধ্যেই ইমরানের বিয়ের খবরের অন্তর্তদন্তে নেমে পড়েছে। সেই দেশের অন্যতম জনপ্রিয় টিভি নেটওয়ার্কের বিশ্লেষণ, ইমরানের দ্বিতীয় বার বিয়ে করা নিয়ে কয়েক মাস ধরেই পাকিস্তানে জল্পনা চলছে। রেহামের সাথে ইমরানের বিয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠানটুকুই হয়তো বাকি।