২৫টি পদে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে
কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক ইউনিয়নের নির্বাচন শেষ মুহূর্তে জমে উঠেছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে প্রচার-প্রচারণা চলছে তুঙ্গে। কাকডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের মন জয় করতে দ্বারে দ্বারে। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে ২৫টি পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যুগ্মনির্বাচন কমিশনার সোহেল আহমেদ জানান, ৯৭৭ জন ভোটার ভোটপ্রদান করবেন। প্রতিদিন সন্ধ্যা হলেই সরগরম হয়ে উঠছে মিল ক্যাম্পাস। নির্বাচনী আলাপ-আলোচনা আর প্রার্থীদের বিভিন্ন গুণবিচারের ঝড় উঠছে মিলের ক্যান্টিনের চায়ের কাপে। প্রার্থীরা ভোটারের ভালো মন্দের খোঁজখরব নিচ্ছেন। নিজের প্রার্থী হওয়ার বিষয়টি তাদের জানিয়ে আপ্যায়নও করছেন। এ নির্বাচনকে সামনে রেখে মোবারকগঞ্জ চিনিকল সরগরম হয়ে উঠেছে।
সরেজমিন মিল ঘুরে জানা গেছে, সভাপতির একটি পদে ৩ জন প্রার্থী লড়ছেন। তারা হচ্ছেন- বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সভাপতি রবিউল ইসলাম নবী ও আব্দুল মতিন খা। সাধারণ সম্পাদক পদে প্রার্থী লড়ছেন ২ জন। এরা হচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক আবু সেলিম রেজা (কাজী সেলিম) ও সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান। সহসভাপতির ২টি পদে প্রার্থী হচ্ছেন ৫ জন। তারা হলেন- আমির হামজা বাবলু, আব্দুস সাত্তার, জালাল উদ্দীন, আনোয়ার হোসেন ও লতিফুল ইসলাম। সহসাধারণ সম্পাদকের ২টি পদে প্রার্থী হলেন ৪ জন। এরা হলেন- সাইফুদ্দীন খালিদ পিকুল, রফিকুল ইসলাম রফি, মাহামুদুল হাসান কফিল ও বাবলুর রহমান। সাংগঠনিক সম্পাদকের ১টি পদে প্রার্থী ৩ জন। তারা হলেন- সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দার রহমান, কবীর হুসাইন ও লাল্টু মণ্ডল। কোষাধ্যক্ষের একটি পদের বিপরীতে প্রার্থী ৩ জন। তারা হলেন- নাজমূল ইসলাম, আকবার জোয়ার্দ্দার ও শাহাবুদ্দীন। প্রচার সম্পাদকের একটি পদে প্রার্থী হলেন- শাহাজাহান আলী, আবু সাঈদ ও কামাল হোসেন। ক্রীড়া সম্পাদকের একটি পদে প্রার্থী ৩ জন। তারা হলেন- রুহুল কুদ্দুস, ফজের আলী ও সবুর হোসেন। দফতর সম্পাদকের ১টি পদের বিপরীতে প্রার্থী হলেন ৩ জন। এরা হলেন- সাগর হোসেন, ফিরোজ আহম্মেদ ও ওমর আলী। এছাড়া কার্যকরী সদস্যের ১৪ পদে অর্ধশতাধিক ব্যক্তি লড়ছেন।