মেহেরপুরের কলাইডাঙ্গার প্রাক্তন সেনাসদস্যকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের প্রাক্তন সেনাসদস্য আলা উদ্দীন (৬৫) আর নেই। গত বুধবার মধ্যরাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। বেশকিছু দিন ধরে তিনি প্যারালাইসিসে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ গ্রামের কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এর আগে যশোর সেনানিবাসের ১৯ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার ইজাবুলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল তার গার্ড অব অনার প্রদান করেন। জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।