আলমডাঙ্গা উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ও উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। গতকাল বেলা ১০টার দিকে অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সানোয়ার হোসেন লাড্ডু, সহকারী কমিশনার ভূমি আসিফুর রহমান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনির উদ্দিন মোল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা এইচএম শামিমুজ্জামান, কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জী প্রমুখ।