জাকির মোটর দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে সাইদুল-রাজ্জাক জুটি চ্যাম্পিয়ন

 

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা জাকির মোটরসের সৌজন্যে আয়োজিত নববর্র্ষ-জাকির মোটরস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাইদুল-রাজ্জাক জুটি। রানারআপ হয়েছে মনির-মিঠু জুটি এবং তৃতীয় স্থান অধিকার করেন আসিফ-অলি জুটি। প্রতিযোগিতা শেষে জাকির মোটরসের স্বত্বাধিকারী জাকির হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জব্বার ট্রেডার্সের স্বত্বাধিকারী আ. জব্বার বাবু। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইসলাম রকিব, সামিউল ইসলাম দিলু, ব্যাংকার জাহিদুল হক, জাহিদুল ইসলাম, মনিরুল ইসলাম। আয়োজনে ছিলেন ইনাদুল, ইমরান, রাজু, রিপন, রনি, বাপ্পন ও জিম।