মাথাভাঙ্গা মনিটর: গ্রিসের কর্ফু দ্বীপের কাছে আড্রিয়াটিক সাগরে আগুন ধরে যাওয়া ইতালির ফেরি থেকে এখন পর্যন্ত ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ফেরিটিতে উদ্ধার অভিযানে অংশ নেয়া আলবেনিয়ার দুজন উদ্ধারকারী নিহত হয়েছেন। তাদের উদ্ধারকারী টাগবোটটি ফেরিটিকে টেনে নিয়ে যাওয়ার সময় ক্যাবল ছিঁড়ে প্রপেলারে জড়িয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আগুন ধরে যাওয়া ফেরিটি থেকে এখন পর্যন্ত চার শতাধিক যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনো কতোজন নিখোঁজ আছে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ফেরিটিতে কতোজন মানুষ ছিলো তা এখনো জানা সম্ভব হয়নি। উদ্ধারকারীরা দুর্ঘটনাকবলিত ফেরিটিতে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে। ফেরিটির অপারেটর জানিয়েছেন, ফেরিটি গ্রিসের প্যাট্রিস বন্দর থেকে ৪৭৮ জন যাত্রী নিয়ে ইটালির অ্যানকোনা বন্দরের উদ্দেশ্যে ছেড়েছিলো। তবে উদ্ধার করা যাত্রীদের তালিকায় এখন পর্যন্ত ৪৩৭ জনের হদিস পাওয়া গেছে।
গ্রিসের ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০
