আমঝুপি প্রতিনিধি: সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন গতকাল সকাল ১০টার দিকে মুজিবনগর দারিয়াপুর সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ প্রদর্শনের আয়োজন করে। বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়াচ কমিটি সদস্য মো. মোশারেফ হোসেন, এ.বি.এম একরামুল হক, দারিয়াপুর সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম নবী, দারিয়াপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিন ও সমাজসেবক মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যালয়ের ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ দারিয়াপুর ইউনিয়নে আদর্শ বিদ্যালয় স্থাপনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ ও লাবনী খাতুন।