চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কমেনি : শৈত্যপ্রবাহ হ্রাসের পূর্বাভাস

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কমেনি। তবে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়ালেও সর্বোচ্চ তাপমাত্রা হ্রাস পেয়ে ঢেকেছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী এলাকার আকাশে মাঝে মাঝে মেঘের ঘনঘটা দেখা দিলেও বৃষ্টি ঝরেনি। দেশের একমাত্র টেকনাফে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গায় তীব্র শীতে দুস্থদের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকলেও তা পর্যাপ্ত নয় বলে অনেকেই মন্তব্য করেছে। জীবননগরে শীতজনিত করাণে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল শ্রীমঙ্গলে ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে বলেছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আঙ্শিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, পাবনা, কুষ্টিয়া এবং শ্রীমঙ্গল অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমে যেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

তীব্র শীতে জীবননগরে আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা শহরের আশতলাপাড়ার মতেহার আলীর (৭৫) মৃত্যু হয়। এ নিয়ে গত এক সপ্তায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলায় ৩ জনের মৃত্যু হলো। গতকাল মঙ্গলবার উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যমতে গত সাতদিনের মধ্যে পাঁচদিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

জীবননগর ব্যুরো জানিয়েছে, তীব্র শীতে যবুথবু জীবননগর উপজেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনতা ব্যাংক জীবননগর ও হাসাদাহ শাখার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ব্যাংকের এজিএম বীরেন চন্দ্র প্রধান অতিথি হিসেবে অর্ধশতাধিক হতদরিদ্র নারী-পুরুষের হাতে এ শীতবস্ত্র তুলে দেন।

এদিকে তরুণ সমাজকর্মী সাহেদুজ্জামান টরিক মুক্তিযোদ্ধাদের জন্য গতকালও শীতবস্ত্র দিয়েছেন। সিঙ্গাপুর প্রবাসী চুয়াডাঙ্গার কৃতীসন্তান সাহেদুজ্জামান টরিক তার বন্ধুদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে গতকাল শীতবস্ত্র প্রদান করেন। শীতবস্ত্র বিতরণ অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শিল্প বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন জোয়ার্দার, শাহিনুর হক মালিক, শ্রী কিশোর কুমার, মো. রতন, মুক্তিযোদ্বা নজীর ঊদ্দীন, জেলা ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা খান প্রমুখ।

জনতা ব্যাংকের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জনতা ব্যাংক রেলবাজার শাখায় কম্বল বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন ব্যাংকের এজিএম বীরেন চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ফার্স্ট এজিএম শফিউল আলম, রেলবাজার শাখার ব্যবস্থাপক ইছাহক আলী, নজরুল ইসলাম ও রেলবাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি সাংবাদিক বিপুল আশরাফ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ মেসদার উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলা অডিটোরিয়ামে মেসদার উপদেষ্টা সাহাবুদ্দিনের সভাপতিত্বে এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল।

ভ্রাম্যমা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে অফিসকক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এরিয়া ম্যানেজার বীরেন চন্দ্র, সহকারী এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, কার্পাসডাঙ্গা শাখা ব্যবস্থাপক ফুয়াদ হাসান খান, সহকারী ব্যবস্থাপক রেজাউল হক ও মওলা বকশসহ কর্মকর্তা-কর্মচারীগণ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর শহরে গরিব দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহীদ রিপন টাউয়ারের নিচে মেহেরপুর জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রিপনের পক্ষ থেকে ৬শ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ঘোলদাড়ি প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের জাহাপুর গ্রামের অনির্বাণ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লিটন মেম্বার, ডালিম মেম্বার প্রমুখ।

Leave a comment