আলমডাঙ্গার কালিদাসপুরে মেসার্স সাঈদ ট্রেডার্সে ৩টি মোটরসাইকেল চুরি

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সাবেক সভাপতি আয়নাল হকের কালিদাসপুরস্থ মেসার্স সাঈদ ট্রেডার্সে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরচক্র পাশের বিল্ডিঙের ছাদ হয়ে মেসার্স সাঈদ ট্রেডার্স বিল্ডিঙের তালা ভেঙে ভেতরে ঢুকে ৪টি মোটরসাইকেলের মধ্যে ৩টিই চুরি করে নিয়ে গেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সাবেক সভাপতি আয়নাল হকের কালিদাসপুরস্থ বাড়ির সাথেই মেসার্স সাঈদ ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি রাতের মতো গত সোমবার রাতেও তিনি সেখানেই নিজের ব্যবহৃত সি.বি.জেড মোটরসাইকেল রেখেছিলেন। সেইসাথে তার বাড়ির ভাড়াটিয়া আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমানের ১টি স্পিলিন্ডার, কালিদাসপুরের মৃত খোদাবক্সের ছেলে সদুর আরেকটি স্পিলিন্ডার মোটরসাইকেল রাখা ছিলো। এছাড়া কালিদাসপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান হাসানেরও ১টি মোটরসাইকেল ছিলো। গত সোমবার রাতে সংঘবদ্ধ চোরচক্র পাশের বাড়ির ছাদ হয়ে মেসার্স সাঈদ ট্রেডার্সের সিঁড়িঘর দিয়ে ভেতরে ঢুকে আইনাল হক, আতিকুর মাস্টার ও সদুরের মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। রেখে গেছে হাসান চেয়ারম্যানের একটি নষ্ট মোটরসাইকেল। এ চুরির সাথে এলাকার একাধিক ব্যক্তি জড়িত বলে অনেকেরই ধারণা।

Leave a comment