মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের ৫ম শ্রেণির ছাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল সকালে স্থানীয় কাজির নিকট বিয়ে পড়াতে গেলে তিনি বিয়ে পড়াতে অপারগতা প্রকাশ করেন। চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের কাজির নিকট গেলে তিনিও বিয়ে পড়াননি। পরে অজ্ঞাত স্থান থেকে বিয়ে সম্পন্ন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, গতকাল সকালে আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের ইলিয়াছের মেয়ে সাথীর সাথে খাদিমপুর গ্রামের এক অপ্রাপ্ত বয়স্ক ছেলের সাথে হওয়ার কথা ছিলো। নতিডাঙ্গা গ্রামের কাজির ফারুকের নিকট নিয়ে গেলে তিনি বিয়ে পড়াতে অপারগতা প্রকাশ করেন। পরে সন্ধ্যায় মোমিনপুর ইউনিয়নের রহমান কাজির নিকট নেয়া হয়। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কাজিসহ বিয়ের লোকজন পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাত স্থান থেকে তাদের বিয়ে দেয়া হয়েছে বলে গোপনসূত্রে জানা গেছে।