স্টাফ রিপোর্টার: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ.টি.এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। গতকাল মঙ্গলবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আজহারের ফাঁসির রায়ের পর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে বলেন, বছরের শেষদিন বুধবার সকাল ৬টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এবং নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার একই সময় পর্যন্ত এ হরতাল চলবে।