মাথাভাঙ্গা মনিটর: মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন মিস ফিলিপিনস মেগান ইয়ং। গতকাল শনিবার ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত গ্রান্ড ফিনাল থেকে এই ঘোষণা দেয়া হয়। মেগান ইয়ং ফিলিপিনসে অভিনেত্রী হিসেবে পরিচিত। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছেন যথাক্রমে মিস ফ্রান্স এবং মিস ঘানা। সেরা ছয়ে আরো ছিলেন মিস ব্রাজিল, মিস স্পেন এবং মিস জিব্রাল্টার। প্রতিযোগিতায় মেগান ইয়ং বিশ্বব্যাপি ১২৬ জন প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ফিলিপিনসের কোনো প্রতিযোগীর এটিই সর্বোচ্চ অর্জন। প্রসঙ্গত, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সাথে মিস ইউনিভার্স বা মিস আমেরিকার কোনো সম্পর্ক নেই। বিশ্বের ১৩০টি দেশ থেকে একজন করে প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন।