মাত্রারিক্ত মদপানে দর্শনার এক ব্যক্তি গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার: মাত্রারিক্ত মদপানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে দর্শনা ইসলামপাড়ার সিদ্দিক (৪৫)। গতকাল সোমবার বিকেলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মুখ দিয়ে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে নেয়া হয়। মুখে ছলো মদের তীব্র গন্ধ। কতর্ব্যরত চিকিৎসক বলেন, মাত্রারিক্ত মদ পানের কারণেই এমনটি হয়েছে। সুস্থ করে তোলার চেষ্টা চলছে। মৃত আব্দুল বারেকের ছেলে সিদ্দিক দর্শনা রেলইয়ার্ডে কাজ করে বলে তার শয্যাপাশে থাকা লোকজন মদপানের বিষয়টি এড়িয়ে যান। অবশ্য কেরুজ শ্রমিক বলেও কেউ কেউ মন্তব্য করেছে।

Leave a comment