রাজশাহীর চার জেলায় শিবিরের হরতাল আজ

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী  বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াসহ আটক শিবিরের আট নেতাকর্মীর গ্রেফতারের প্রতিবাদ ও  মুক্তির দাবিতে রাজশাহী বিভাগের চার জেলায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার দুপুরে রাবি শিবিরের প্রচার সম্পাদক মহসিন আলম এক ইমেল বার্তায় এ তথ্য জানান। ইমেইল বার্তায় বলা হয়, রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াসহ আটক শিবির নেতাকর্মীদের মুক্তি এবং অস্ত্র উদ্ধারের সাজানো নাটকের প্রতিবাদে রোববার রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। আটক শিবির নেতাকর্মীদের মুক্তি এবং অস্ত্র উদ্ধারের সাজানো নাটকের প্রতিবাদে ডাকা স্বতঃস্ফূর্ত হরতাল পালনে রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষকে উদাত্ত আহ্বান জানানো হয়।