স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আশাদুল হক বিশ্বাসের বাড়িতে গতরাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ রবিউল হক সড়কস্থ বিশ্বাস টাউয়ারের নিচে ডায়নামা ঘরে আগুন লাগে। সেখানে থাকা গাড়ির টায়ার ও কিছু প্লাস্টিক পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। তবে কেউ কেউ মন্তব্য করতে গিয়ে বলেছে, হরতালের পূর্বরাতে নাশকতামূলক ঘটনাও হতে পারে। পরিবারের এক সদস্য বলেছেন, আগুনে প্রথম পানি পড়ার সাথে সাথে আগুনের তীব্রতা বেড়ে যায়। সে কারণে কেউ দাহ্যপদার্থ ছড়িয়ে আগুন ধরিয়ে দিয়েছে কি না তা ক্ষতিয়ে দেখতে হবে।