স্টাফ রিপোর্টার: মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে ২৮টি ওষুধের দোকান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জরিমানা করা হয় এক কোটি ২৫ লাখ টাকা। ৱ্যাব-১০’র মেজর আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে ভ্রাম্যমাণ আদালত ২০ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। মিটফোর্ড ও বাবুবাজারের নয়টি মার্কেটে ওই অভিযান চালানো হয়। মেজর আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির সাথে জড়িত থাকার দায়ে মোট ৯৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় ৭৭টি মামলা করা হয়েছে।