দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মমিন, কুতুব উদ্দিন, কামরুজ্জামান আজাদ, গোলাম হোসেন প্রমুখ। সভায় বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং ম্যানেজিং কমিটির সভাপতির ব্যক্তিগত তহবিল থেকে প্রথম থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মোট ১২ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।