শিপলু জামান: ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের সিআইসি ও ওজন করনিকের গাফিলতির কারণে প্রায় দু শতাধিক কৃষক বিপাকে পড়েছে। এ ঘটনায় গতকাল থেকে এলাকার কৃষকরা সড়ক অবরোধসহ বাইরের কেন্দ্রের বহনকৃত আখের ট্রাক ও ট্রাক্টরে বোঝাইকৃত আখের গাড়ি চিনিকলে যেতে দেয়া হয়নি। আখের গাড়ি গতিরোধ করে ঘিঘাটি কেন্দ্রে আটকে রাখা হয়।
কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের ঘিঘাটি ইক্ষু ক্রয়কেন্দ্রে গত ৬ দিন ধরে কৃষকদের আখ কেনা বন্ধ রয়েছে। এমনকি ক্রয়কেন্দ্রের ইনচার্জ সিআইসি আমির হামজা বাবলু ও ওজন করনিক রাশেদ গত ৬ দিন ধরে কেন্দ্রে না যাওয়ার কারণে কৃষকদের কেটে রাখা আখ ক্ষেতে শুকিয়ে যাচ্ছে।
এদিকে ঘিঘাটি ক্রয়কেন্দ্রের কৃষকরা জানান, প্রতিদিন এ কেন্দ্রে ৪০ জন কৃষকের প্রতিজন ১ হাজার ৮শ কেজি করে আখ সরবরাহ করার নিয়ম রয়েছে। সে মোতাবেক প্রতিদিন ৪০ জন কৃষক আখ সরবরাহের জন্য চিনিকল থেকে আখ বিক্রির পূর্জি পাচ্ছেন। অনেকে তাদের ক্ষেতের আখ কেটে ফেলে রেখেছে। কারণ ঘিঘাটি ক্রয়কেন্দ্রে গত সোমবার থেকে গতকাল শনিবার পর্যন্ত ওই কেন্দ্রে কোনো আখ ওজন নেয়া হয়নি। ওজন করনিক রাশেদের অনিয়মের কারণে চিনিকল কর্তৃপক্ষ তাকে কেন্দ্র থেকে ক্লোজ করে নিয়েছে।
ঘিঘাটি কেন্দ্রের অধীনে ৪ শতাধিক কৃষক রয়েছে। এদের মধ্যে দু শতাধিক কৃষকের আখ ক্রয়ের পরও ওজন করনিক তাদেরকে আখ ক্রয়ের ভাউচার প্রদান না করে টালবাহানা করে আসছেন। এতে ওই এলাকার কৃষকরা ক্ষিপ্ত হয়ে গতকাল সকাল থেকে সড়ক অবরোধ করে বিভিন্ন কেন্দ্র থেকে আখবোঝাই গাড়ি চিনিকলে যাওয়া বন্ধ করে দেন আবার চিনিকলের ট্রাক্টর ওই কেন্দ্রের আখ আনতে গিয়ে আখ না পেয়ে গত ৬ দিন ধরে খালি গাড়ি খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। এদিকে শতাধিক কৃষক আখ কেটে কেন্দ্রে দিতে না পারার কারণে ক্ষেতে ফেলে রেখেছে।
কৃষকেরা কাটা এ আখ নিয়ে মহাবিপাকে পড়েছেন। অবশ্য গতকাল ঘিঘাটি কেন্দ্রে কৃষকদের সড়ক অবরোধ ও গত ৬ দিন আখ ক্রয় বন্ধ থাকলেও চিনিকলের কর্মকর্তারা কেন্দ্রে যাননি এমনকি তারা বিষয়টি জানার পরও তা আমলে নেননি।
এ ব্যাপারে মোচিকের মহাব্যবস্থপক (কৃষি) মোশারেফ হোসেন জানান, কেন্দ্রের সিআইসি ও ওজন করণিকের ব্যর্থতার জন্য এ অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল শনিবারের মধ্যে কেন্দ্রের পরিবেশ ফিরিয়ে এনে আখ ক্রয় করতে ব্যর্থ হলে সিআইসি আমির হামজাকে বাবলুকে অন্যত্র বদলি করা হবে। এদিকে আমির হামজা বাবলু জানান, ওজন করণিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।