গাড়াবাড়িয়ার রবিউল হত্যামামলা : অতিরিক্ত পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের গাড়াবাড়িয়ার রবিউল হত্যামামলার পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। গতকাল চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজীর মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আমির আব্বাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নিহত রবিউল ইসলামের প্রতিবেশীদের সাথে কথা বলে ঘটনার রাত তথা গত ১২ ডিসেম্বরে কেউ কোনো বহিরাগতদের আনা গোনা দেখেছিলেন কি না, কোনো শব্দ শুনেছিলেন কি তা জানতে চান। প্রতিবেশীদের প্রদত্ত বর্ণনা লিপিবদ্ধ করেন অতিরিক্ত পুলিশ সুপার।

Leave a comment