বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের আজ দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতাল

চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিভিন্ন স্থানে হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল : ঢাকায় ভাঙচুর অগ্নিসংযোগ

 

স্টাফ রিপোর্টার: বছরের শেষ সময়ে আজ সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গাজীপুরে খালেদা জিয়াকে সমাবেশ করতে না দেয়া, বিএনপি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশব্যাপি বিএনপির আহ্বানে এটা দ্বিতীয় হরতাল। গণতন্ত্র পুনরুদ্ধারে এ হরতাল ডাকা হয়েছে দাবি করে দেশবাসীকে সর্বাত্মক কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বিএনপি। এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, গাংনী, দর্শনাসহ বিভিন্ন স্থানে হরতালের পক্ষে এবং বিপক্ষে বিক্ষোভ মিছিল করা হয়।

হরতালের সমর্থনে গতকাল রোববার বিকেল থেকেই রাজধানীতে শুরু হয় যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণে এক নারী আহত হন। মিরপুরের কাজীপাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল বোমা বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। হরতালকে কেন্দ্র করে যেকোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার রাত থেকেই ঢাকাসহ সারাদেশে মোতায়েন করা হয়েছে বিজিবি। চলছে গ্রেফতার অভিযান। যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ সারাদেশে অসংখ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

হরতালের আওতামুক্ত: জনগণের প্রয়োজনে কয়েকটি জরুরি সার্ভিস হরতালের আওতামুক্ত থাকার কথা জানিয়েছে বিএনপি। রোববার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সংবাদ মাধ্যম এবং এ সংশ্লিষ্ট যানবাহন, অ্যাম্বুলেন্স, চিকিৎসা সেবা, লাশবাহী গাড়ি, মিডিয়ার যানবাহন, ফায়ার সার্ভিস, গ্যাস-বিদ্যুত-পানির জরুরি সার্ভিসগুলো হরতালের আওতামুক্ত থাকবে। এছাড়া চট্টগ্রামের লালদীঘি ময়দানে গাউসুল আজম সম্মেলন উপলক্ষে ওই এলাকা হরতালের আওতামুক্ত থাকবে।

দর্শনা অফিস জানিয়েছে, আজ ২৯ ডিসেম্বর বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল। হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দর্শনা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয় থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা মহিউদ্দিন, রিয়াজ আহম্মেদ, সাজাহান, যুবলীগ নেতা আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, ইকবাল হোসেন, মামুন শাহ, মনির সরদার, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, তপন, আশরাফুল, পারভেজ, আলামিন, প্রভাত, সুমন প্রমুখ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আহূত আজ সোমবারের হরতালের প্রতিবাদে গতকাল রোববার জীবননগরে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আ. সালাম ইসার সভাপতিত্বে অনুষ্ঠিত হরতাল বিরোধীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান, সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কাজি সাইফুজ্জামান বাবলা, পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইকতিয়ার উদ্দিন, আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরবা হোসেন খান, যুবলীগ নেতা মজিবর রহমান, সালাউদ্দীন কবীর, শাহ আলম শরিফুল ইসলাম, খায়রুল বাশার সিপলু, শামীম সরোয়ার, শরিফুল ইসলাম, সেকেন্দার আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোয়েব আহমেদ অঞ্জন, সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা, কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা মানিক, তুষার, রবিন, তুহিন প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, আজ সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে শহরে গণসংযোগ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে ওই গণসংযোগ করা হয়। নেতৃবৃন্দ দোকানপাট, ব্যাংক-বীমা, স্কুল-কলেজ বন্ধ রাখার আহ্বান জানান। এ সময় মাসুদ অরুনের সাথে ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জাতীয়তাবাদী মোটরশ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আহসান হাবীব সোনাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, হরতাল প্রত্যাখানের আহ্বান জানিয়ে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের উদ্যোগে গাংনীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মকবুল হোসেনের বাড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে শেষ হয়। এ সময় হরতাল ও বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, আমজাদ হোসেন, জেলা যুবলীগের সহসভাপতি আল ফারুক, গাংনী পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক বারিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান ডাবু, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজ্জামান সিপু, ফয়সাল আহম্মেদ সাগর, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবের সভাপতি আশিকুর রহমান আকাশ, সম্পাদক আসাদুজ্জামান মিলন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম, উপজেলা সৈনিক লীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া ও কলেজছাত্রলীগের সাবেক সম্পাদক উজ্জ্বল হোসেনসহ নেতৃবৃন্দ।

অপরদিকে আজকের হরতাল ব্যর্থ করতে শহরে দোকান-পাট খোলার আহ্বান রেখে শহরে গণসংযোগ করেছেন মেহেরপুর শহর ছাত্রলীগ নেতৃবৃন্দ। গতকাল রোববার বিকেলে মেহেরপুর শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা শহরে গণসংযোগ করে। তারা হরতাল প্রতিহত করতে দোকান-পাট, অফিস-আদালত, ব্যাংক-বীমা ও স্কুল-কলেজ খুলে রাখার অহ্বান জানান। উপস্থিত ছিলেন- সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ।

Leave a comment