মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার এবং ওরাকজাই এলাকায় বিমান হামলা ও সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে অন্তত ৫৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। গত ১৬ ডিসেম্বর পেশোয়ার শহরের আর্মি পাবলিক স্কুলে তেহরিকে তালেবান সন্ত্রাসীদের বর্বর হামলার পর সামরিক বাহিনী অভিযান জোরদার করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র এক বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার আফগান সীমান্তের কাছে ওরাকাজাই ও খায়বার উপজাতি জেলার একটি স্থানে সন্ত্রাসীরা বৈঠকের জন্য জড়ো হয়। সামরিক বাহিনী খবর পেয়ে সেখানে অভিযান চালায়। এতে ১৬ জন নিহত ও ২০ আহত হয়। এর মধ্যে সন্ত্রাসীরা তাদের অন্তত নয়জন সঙ্গীর মৃতদেহ ফেলে রেখে যায়। দু সন্ত্রাসীকে মারাত্মক আহত অবস্থায় আটক করা হয়েছে এবং অভিযানের সময় চার সেনা আহত হয়। এছাড়া অন্য এক বিমান হামলায় দু কমান্ডারসহ ৩৯ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় সন্ত্রাসীদের একটি গোলাবারুদের ডিপোও ধ্বংস হয় বলে জনান আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিম বাজওয়া।