স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় সিঅ্যান্ডবি মাঠে যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত ১৬ দলের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের আপন টেলিকমকে হারিয়ে আলুকদিয়া জননী টেলিকম চ্যাম্পিয়ন হয়। আসাদ, মিশন, আবির, রোকন, লিপু ও রাজনের উদ্যোগে অনুষ্ঠিত ব্যাডমিন্টনের পুরস্কার বিতরণ করেন হাফিজুল ইসলাম লাল্টু, মো. জান্টু, রাসেল, আমজাদ, আশরাফুল হক ফনু ও মো. মুন্না মিয়া।