টিপ্পনী:

 

খবর: (চাঁদার টাকার ভাগ নিয়ে দর্শনায় চাপা উত্তেজনা)

 

দেখলে টাকা কাঠের পুতুল নড়ে

নেতাগুতা হামলে গিয়ে পড়ে

গন্ধ শুঁকে পুলিশ বাবু ছোটে

খালি পেটে চামচা মেলা জোটে।

 

দেখলে কিছু নগদ নগদ টাকা

মুখ চুকিয়ে ওঠেন বড় কাকা

সব বাবাজির ধান্দা আছে এতে

মরিয়া হয় পকেট ভরে পেতে।

 

টাকার লোভে কেউ পায়ে তেল ঢালে

সাপের মতো কেউ চুমু দেয় গালে

বাঁকা মানুষ লাভ দিয়ে হয় সোজা

টাকার মোহ বড্ড কঠিন বোঝা।

 

 

-আহাদ আলী মোল্লা