মেহেরপুর অফিস: মেহেরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালু জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা আহ্বান করায় জাতীয় পার্টি মেহেরপুর জেলা শাখার নির্বাহী কমিটি প্রতিবাদ করেছেন। গতকাল শনিবার দুপুরে জেলা জাতীয় পার্টির মেহেরপুর বাসস্ট্যান্ডস্থ বর্তমান কার্যালয়ে ওই প্রতিবাদসভা করেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
প্রতিবাদ সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ জানান, খন্দকার আমিরুল ইসলাম পালু সাবেক উপজেলা চেয়ারম্যান। তিনি মেহেরপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান হিসেবে কীভাবে সভা আহ্বান করলেন? আবার জেলা জাতীয় পার্টির অফিস থাকা সত্বেও শহরের বড় বাজার হাসপাতাল রোডে অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয় উল্লেখ করে কীভাবে সভা ডাকলেন? এ সময় সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার হাশেম আলী, যুগ্মসম্পাদক মোসলেম আলী, প্রচার সম্পাদক মামলত হোসেন, শহর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামারুল ইসলাম, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, খন্দকার আমিরুল ইসলাম পালু সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা আহ্বান করেছেন।