ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মেহেরপুর সদর উপজেলা শাখার কমিটি গঠিত

 

মেহেরপুর অফিস: ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মেহেরপুর সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে খোদাজ্জেল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশরাফুল আলম।

নির্বাচন কমিশনার জেলা রিটার্নিং অফিসার এনামুল হক জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটির নির্বাচিতরা হলেন- সহসভাপতি মো. লুৎফর রহমান ও মো. আবুল কাশেম, যুগ্মসম্পাদক মো. সোলাইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক গুল মহাম্মদ, অর্থ সম্পাদক মো. ইমান আলী, দপ্তর সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মমতাজ পারভীন, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক লাইলাতুল ফেরদৌস ও সদস্য মো. আব্দুর রকিব।

উল্লেখ্য, খোদাজ্জেল হোসেন পরপর ৫ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদর উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের সভাপতি নির্বাচিত হলেন।