স্টাফ রিপোর্টার: চোটের প্রকৃত অবস্থা জানতে শুক্রবার রাতে অস্ট্রেলিয়া রওনা হয়েছেন তামিম ইকবাল। ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের এ উদ্বোধনী ব্যাটসম্যান জানিয়েছেন, বিশ্বকাপের আগে সেরে ওঠার বিষয়ে তিনি আশাবাদী। গত শুক্রবার ওল্ড ডিওএইচএসের বাসায় সাংবাদিকদের তামিম বলেন, ২৯ তারিখে চিকিৎসকের সাথে আমাদের দেখা হবে। তিনিই ঠিক করবেন আসলে আমার কি করতে হবে। সামনে বিশ্বকাপ, ভয়তো একটু লাগছেই বিশ্বকাপ সামনে। তবে চেষ্টা করছি, যতটুকু ইতিবাচক থাকা যায়। অনেক দিন ধরেই বাঁ হাঁটুর ব্যাথায় ভুগছেন বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম। এ বিষয়ে পরামর্শ পেতে এমআরআইসহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানো হয়। সিদ্ধান্ত নেয়ার আগে তামিমের চোট পরীক্ষা করে দেখতে চান তারা। এরপর তামিমের চোটের অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম জানান, অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াং। এখন দৌড়ালে প্রচণ্ড ব্যথা করে। এই অবস্থা চলতে থাকলে আমার খেলা অসম্ভব হয়ে যাবে। তবে সিদ্ধান্তটা উনার ওপর ছেড়ে দেব। অস্ত্রোপচার হলেও বিশ্বকাপে খেলা সম্ভব বলে মনে করেন তামিম। অপারেশনটা তেমন বড় কিছু না। ব্যাপার হচ্ছে, পুনর্বাসনের সময় কতটা লাগবে। আশা করি, এর মধ্যেই আমি সেরে উঠতে পারবো।