চুয়াডাঙ্গা গাইদঘাটে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে গাইদঘাট ও মাখালডাঙ্গা ফাইনালে

 

গাইদঘাট প্রতিনিধি: চুয়াডাঙ্গা গাইদঘাটে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে গাইদঘাট সূর্যতরুণ সংঘ একাদশ ও মাখালডাঙ্গা একাদশ ফাইনালে উন্নীত হয়েছে। এ দুটি দল আগামী শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে। গতকাল শনিবার চুয়াডাঙ্গার মুন্সিপাড়া একাদশকে ৩-০ গোলে হারিয়ে গাইদঘাট সূর্যতরুণ সংঘ একাদশ ফাইনালে ওঠে। এর আগে দীননাথপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে মাখালডাঙ্গা একাদশ ফাইনালে উন্নীত হয়।