খবর : (কার্পাসডাঙ্গার ইটভাটাগুলোতে চাঁদার দাবিতে হুমকি অব্যাহত)
নড়লে লাগে পয়সা কড়ি
নড়তে লাগে টাকা,
কোথায় যাবো কোথায় যাবো
ধু ধু বিরান খাঁ খাঁ।
সত্যি কথা বলা বারণ
আছে আছে অনেক কারণ
ঝুট ঝামেলা আছে অনেক
সমস্যা খুব পাকা।
রাস্তাঘাটে কিংবা খাটে
খুন খারাবি হচ্ছে ডাঁটে
আসল খুনি পার পেয়ে যায়
সাধু লোকের মাথা ফাঁটে।
-আহাদ আলী মোল্লা