আমঝুপি প্রতিনিধি: বেসরকারিভাবে এই প্রথম আমঝুপিতে গতকাল শুক্রবার আমঝুপি সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। হাজি সিরাজুল ইসলাম ট্রাস্ট কর্তৃক আয়োজিত আমঝুপি ইউনিয়নের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৬৭ জন ছাত্র/ছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিকেল ৩টার দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুজ্জামান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং বেসরকারিভাবে এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করাই ট্রাস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।