মাথাভাঙ্গা মনিটর: অঙ্কটা কোটির ঘরে পৌঁছতে সময় লাগল মাত্র চার দিন। এটা বোধ হয় আমির খানের পক্ষেই সম্ভব। এ সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা পিকেতে আমির যে শুধুমাত্র লুক, কাহিনি কিংবা পোস্টারে বিতর্ক সৃষ্টি করেই চমক দিয়েছেন তা নয়বক্স অফিসেও রীতিমতো সাড়া জাগিয়েছেন তিনি। ভারতীয় বাজারে রাজকুমার হিরানীর এ ছবি মাত্র ৪ দিনেই ১১৬ দশমিক ৬৩ কোটি ব্যবসা করেছে। উল্লেখ্য, প্রথম দু দিনেই প্রায় ৫৬ কোটি রুপি ঘরে তুলেছিলো পিকে। তারপর পরবর্তী দু দিনে সাফল্যের সেই হার একই থাকে এবং অঙ্ক দ্বিগুণ হয়। ছবির এ অসাধারণ সাফল্যে খুশি আমিরসহ সকলেই। ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়া এ ছবির নায়িকা অনুশকা শর্মা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে এ সংক্রান্ত একটি টুইটও পোস্ট করেছেন। তিনি লিখেছেন, পিকের জন্য আপনারা যেভাবে সাড়া দিয়েছেন তাতে আমি অভিভূত। অন্তর থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।