চুয়াডাঙ্গায় বিএনপির মিছিলে পুলিশি বাধা : মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ

বকশিবাজারে বেগম খালেদা জিয়ার গাড়িবহরসহ বিএনপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদ

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা বিএনপির মিছিল পুলিশি বাধায় বের হতে পারেনি। তবে মেহেরপুরে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। ঢাকা বকশিবাজারে বেগম খালেদা জিয়ার গাড়িবহরসহ বিএনপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদসহ হামলাকারীদের গ্রেফতারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল বের করা হয়।

Pic-1

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতৃবৃন্দ সাহিত্য পরিষদে জড়ো হয়ে বিক্ষোভ করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন। পুলিশের সাথে ধস্তাধস্তিতে প্রায় আধাঘণ্টা বিএনপি নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ সাময়িক পিছু হটে। মিছিলটি শহর ঘুরতে গেলে পুনরায় পুলিশের বাধার মুখে পড়ে। বিএনপি নেতাকর্মীরা সেখানে সমাবেশের সিদ্ধান্ত নেয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা। তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, জনতা-পুলিশ ভাই ভাই হাসিনা তোমার রক্ষা নাই। অবৈধ সরকারের নির্দেশ পালন থেকে বিরত থাকুন। আমরা অনেক সহ্য করেছি। আগামী দিন বাধা দিতে আমাদের সামনে দাঁড়াবেন না। আমরা আপনাদের সম্মান রক্ষা করতে পারবো না। আগামী দিন এই অবৈধ সরকারকে হটানোর জন্য আমরা রাজপথে নামবো এবং আপনাদের বেরিকেড ভাঙতে বাধ্য হবো। বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতামকর্মীরা গণতন্ত্রের জন্য জীবন দিতে প্রস্তুত এবং ঢাকা বকশিবাজারে গাড়িবহরে হামলার সাথে যুক্ত যে সমস্ত ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলো, যাদের ছবি ও নাম পত্রিকা-মিডিয়ায় এসেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ঢাকা বকশি বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশব্যাপি বিক্ষোভ ও সমাবেশের ডাক দেন। সমাবেশটি পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু। উপস্থিত ছিলেন জেলা বিএনপি, থানা, পৌরসহ সর্বস্তরের নেতাকর্মী।

মেহেরপুর অফিস জানিয়েছে, বেগম খালেদা জিয়ার গাড়িবহরের ওপর পরিকল্পিত হামলার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মেহেরপুর জেলা বিএনপি মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।      কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে গতকাল শুক্রবার বেলা ১১টায় সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সভাপতিত্ব করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন- মামলা, হামলা ও হত্যা করে জনগণের চূড়ান্ত বিজয়কে লক্ষ্যচ্যুত করা যাবে না। তিনি অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। ৱ্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াছ হোসেন, যুগ্ম সম্পাদক এমএকে খায়রুল বাশার, মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা শ্রমিকদলের আহ্বায়ক আহসান হাবীব সোনা, জেলা তাঁতিদলের সভাপতি আরজুল্লা বাবলু মাস্টার, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান হাবু, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, জেলা ছাত্রদলের সহসভাপতি আহমেদ রাজিব খাঁন প্রমুখ।