মেহেরপুর উপজেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

আমঝুপি প্রতিনিধি: ৪৪তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা শীতকালীন উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শুক্রবার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. মাহবুব উল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহম্মেদ, ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুল ইসলাম। প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।