খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক

 

স্টাফ রিপোর্টার: চার দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি। আগামী ৩১ ডিসেম্বর ভোর ৬টা থেকে ২ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত খুলনা বিভাগের সব সড়ক-মহাসড়কে এ ধর্মঘট পালিত হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টু জানান, গত ১৭ ডিসেম্বর সভায় সিদ্ধান্ত অনুযায়ী চারদফা দাবি আদায়ের লক্ষ্যে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। চার দফা দাবির মধ্যে রয়েছে- সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা রুজু বন্ধ ও শাস্তির মেয়াদ ৩ বছর থেকে ৭ বছর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ইস্যু জটিলতা নিরসন ও দুর্নীতি বন্ধ করে লাইসেন্স ভলিউমভুক্ত নবায়নের ব্যবস্থা করতে হবে। যানবাহন পরীক্ষার নামে পুলিশি হয়রানি, ফেরিঘাটে অনিয়ম, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে।