আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ পারকুলা আবাসন সংলগ্ন গাঙের মাছ পাহারাদার মতিয়ার রহমানকে কুপিয়ে হত্যামামলার এক সন্দেহভাজন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়। গত বুধবার আলমডাঙ্গা পার্শ্ববর্তী সুতাইল গ্রামে অভিযান চালিয়ে আনারুলকে থানায় আটক করা হয়।
পুলিশ জানায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুতাইল গ্রামের নবীছদ্দিনের ছেলে আনারুল (৩৫) আলমডাঙ্গা পারকুলা আবাসন সংলগ্ন গাঙের পাহারাদার মতিয়ার রহমান হত্যামামলার সন্দেহভাজন আসামি। গত ১৬ নভেম্বর গভীররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে হারদী পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে আলমডাঙ্গা থানায় একটি হত্যামামলা হয়। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আনারুলকে জিজ্ঞাসাবাদের জন্য আলমডাঙ্গা থানার এসআই জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে সুতাইল গ্রাম থেকে থানায় নিয়ে আসে। এ সংবাদ লেখা অবধি আনারুলের জিজ্ঞাসাবাদ চলছিলো।