এনপিএল ক্রিকেট লিগে ফাস্ট ক্যাপিটাল সুপার কিংস ও আলমডাঙ্গা নাইট রাইডর্সের জয়লাভ

 

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা এনপিএল ক্রিকেট লিগে গতকালের খেলায় ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ও আলমডাঙ্গা নাইট রাইর্ডাস জয়লাভ করেছে। প্রথম ম্যাচে আলমডাঙ্গা নাইট রাইর্ডাস ১৬ রানে সানরাইজার দশমাইলকে এবং দ্বিতীয় খেলায় ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ৫ উইকেটে কিংস ইলেভেন জীবননগরকে পরাজিত করে। ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংসের মালিক চুয়াডাঙ্গা পৌর মেয়র ও ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবং আলমডাঙ্গা নাইট রাইডারসের মালিক সেলিম জোয়ার্দ্দার। প্রথম খেলায় আলমডাঙ্গা নাইট রাইডার্সের পক্ষে ম্যান অব দ্য ম্যাচ ও বেস্ট স্কোরারের পুরস্কার লাভ করে অধিনায়ক রাসেল, সর্বোচ্চ উইকেট টেকার সনি ও বিগ সিক্সের পুরস্কার লাভ করে ইয়াসির ইবনুল প্রান্ত। দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ও সর্বোচ্চ উইকেট টেকার শামীম পারভেজ ও বিগ সিক্স ও বেস্ট স্কোরারের পুরস্কার লাভ করে ফরিদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার ক্রিকেটারদের পুরস্কার প্রদান করেন জামান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান, দৈনিক প্রথম আলো ও এবিসি রেডিও’র জেলা প্রতিনিধি শাহ্ আলম সনি, এনপিএল’র সদস্য সচিব, শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি তরুণ ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার ও আবু সাইদ মোহাম্মদ আহসানুজ্জামান বাবু।

উল্লেখ্য, এনপিএল ক্রিকেট লিগের প্রতিটি ম্যাচে ম্যন অব দ্য ম্যাচ, সর্বোচ্চ উইকেট টেকার, বেস্ট স্কোরার ও বিগ সিক্স হাকানোর জন্য পুরস্কার দেয়া হয়ে থাকে। এছাড়া বাউন্ডারির বাইরে থেকে ক্যাচ ধরা দর্শকের জন্য রয়েছে পুরস্কার।

Leave a comment