গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন বলেছেন, ক্রীড়া ক্ষেত্রের সফলতা একটি দেশকে বিশ্বের অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। দেশের মুখ উজ্জ্বল করে। ঘটাতে পারে উন্নয়নের এক বৈপ্লবিক পরিবর্তন। অন্যদিকে শারীরিক ও মানসিক বিকাশ সাধনের এক অনন্য হাতিয়ার হচ্ছে খেলাধুলা। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ৪৪তম জাতীয় স্কুল-মাদরাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং শফি কামাল পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা। অতিথি ছিলেন গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, তেঁতুলবাড়ীয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রমজান আলী, গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোমিনুজ্জামান ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক এবং প্রতিযোগিতার বিজয়ী ছাত্রছাত্রীবৃন্দ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ওই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।