ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জীবননগরে আলোচনাসভা ও বিক্ষোভ সমাবেশ

জীবননগর ব্যুরো: ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল বুধবার জীবননগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনাসভা ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব আহাম্মেদ অঞ্জনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, কাউন্সিলর জয়নাল আবেদীন ,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আ. সালাম ঈশা, মজিবর রহমান, যুবলীগ নেতা খায়রুল বাসার শিপলু, ছোট বাবু, সালাউদ্দীন কবির, ফারুক, সেকেন্দার, সাবেক ছাত্রলীগ নেতা শামীম সরোয়ার, ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা।

Leave a comment