জীবননগর ব্যুরো: জীবননগর পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মীর মাহাতাব আলী (৮০) গুরুতর অসুস্থ। গত তিন মাস যাবত তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। ঢাকা মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা শেষে গত মঙ্গলবার তিনি তার দৌলৎগঞ্জপাড়ার বাড়িতে ফেরেন। তার অসুস্থতার খবর শুনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে দেখতে তার বাড়িতে যান। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এদিকে মীর মাহাতাব আলীর সুস্থতা কামনা করেছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমআর বাবু, দৌলৎগঞ্জ বাজার কমিটির যুগ্মআহ্বায়ক শামীম ফেরদৌস, জীবননগর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির সাংবাদিক নারায়ণ ভৌমিক, সালাউদ্দীন কাজল, কাজি সামসুর রহমান চঞ্চল, মামুন-উর-রহমান, আকিমুল ইসলাম ও আসাবুল হক।