স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কেদারগঞ্জ নতুনবাজার পরিচালনা পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন জমে উঠেছে। আগামী পরশু শনিবার বাজারেই গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হবে। সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে তিনসহ প্রতিটি পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে।
কেদারগঞ্জ নতুনবাজার পরিচালনা পরিষদ নির্বাচনে প্রার্থীরা পোস্টার লিফলেটে ছেয়ে ফেলেছেন। পরিষদের ভোটারদের মধ্যে অনেকেই মন্তব্য করতে গিয়ে বলেছেন, প্রার্থীরা ঘুম হারাম করে ভোটারদের কাছে ভোটা চাইতে ছুটছেন। আর মাত্র একদিন পরই ভোটের উত্তেজনা শেষ হবে।
সংশ্লিষ্টরা বলেছেন, সভাপতি পদে আসলাম উদ্দীন ছাতা প্রতীক ও মর্তুজা বাইসাইকেল প্রতীক নিয়ে ভোটযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সহসভাপতি তিনজন প্রার্থীর মধ্যে শরিফ উদ্দীন পিন্টু দোয়াতকলম প্রতীক, আলাউদ্দীন মাস্টার আনারস প্রতীক ও আতিয়ার রহমান চেয়ার প্রতীক নিয়ে জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাধারণ সম্পাদক পদে নূর আব্বাস মোমবাতি, মিজানুর রহমান মিজান হাঁস প্রতীক ও আশরাফুল ইসলাম তালাচাবি প্রতীক নিয়ে ভোটযুদ্ধে মাঠে রয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. নাসির বই প্রতীক, বাবুর আলী (ডিস বাবু) চশমা প্রতীক নিয়ে ভোট প্রার্থনা অব্যাহত রেখেছেন। কোষাধ্যক্ষ পদে আব্দুর রহিম কাপ-পিরিস প্রতীক, জাকির হোসেন পাখা মার্কা ও মোহাম্মদুন নবী তরফদার জান্টু সিলিং ফ্যান প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে হুজুর আলী গরু প্রতীক, আব্দুল ওহাব আম প্রতীক, সাইদুর রহমান দুখু হাতি প্রতীক, হাকিমুজ্জামান হাকিম কলস প্রতীক, তৈয়ব আলী মাছ প্রতীক, সাদ্দাম হোসেন টিয়া প্রতীক, আব্দুল আলিম মই প্রতীক, জহুরুল ইসলাম মোরগ প্রতীক ও এমএ জাহিদ হোসেন ফুটবল প্রতীক নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।