স্টাফ রিপোর্টার: সেই আশিকুলকে পুলিশ অবশেষে গ্রেফতার করেছে। তবে তাকে তাড়িয়ে ধরে নয়, হাসপাতালের বিছনায় থাকা অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
এই অশিকুল (২৩) চুয়াডাঙ্গা নূরনগর কলোনির বিশারত আলী বিষার ছেলে। তার বিরুদ্ধে চুরিসহ সাংবাদিকের ওপর হামলা মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তাকে পুলিশ গ্রেফতারের জন্য খুঁজছিলো। অবশেষে গতকাল সে নিজেই বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ বলেছে, এই আশিকুল কখনো নিজেকে মাহাবুল, কখনে হৃদয় বলে নিজেকে পরিচয় দিয়ে আসে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। উঠতি বয়সী এই আশিকুল দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছিলো। অবশেষে সে আত্মহত্যার অপচেষ্টা চালিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশি প্রহরায় তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, এই আশিকুলই তার কয়েকজন সাঙ্গপাঙ্গকে সাথে নিয়ে হাসপাতালে কর্মরত দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক কামরুজ্জামান বেল্টুর ওপর হামলা চালায়। আশিকুলই সাংবাদিকের কোমরে ক্ষুর মারে।