শুক্রবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ছয়শতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকারকে বেআইনি ও অবৈধ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনৈতিক ও অবৈধ সরকার তাদের বেআইনি ক্ষমতা ধরে রাখতে সহিংসতা শুরু করেছে। তারা বিনা উসকানিতে বিরোধীদের ওপর হামলা শুরু করেছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুর্নীতির দু মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে গতকাল বুধবার সকাল থেকে বকশীবাজার এলাকায় বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষে সংঘর্ষ বেশ কয়েকজন আহত হন। শুক্রবার জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ করবে দলটি। বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বুধবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে।

Leave a comment