বস্তায় ৫০ কেজি লিখে ওজনে কারচুপির দায়ে ৫ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা স্টেশনের অদূরবর্তী চাল ও গমপট্টিসহ সরোজগঞ্জের ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হাসান। গতকাল বুধবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সংশ্লিষ্টসূত্র বলেছে, গমপট্টির রেজা শাহিন, আল আমিনকে ২ হাজার টাকা করে ও সরোজগঞ্জের বিষ্ণু সাহাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৫০ কেজির চালের বস্তায় চাল কম থাকায় এ দণ্ডাদেশ দেয়া হয়। কৃষিপণ্যের বাজারজাত করণের লাইসেন্স না থাকায় গমপট্টির সেলিম রেজাকে ৫শ টাকা এবং নির্দিষ্ট ৫০ কেজি ওজনের বস্তায় চাল কম থাকায় সরোজগঞ্জের গৌতম সাহকে ৩ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। জরিমানার টাকার সাথে সাথে আদায় হয়। প্রসিকিউশনে ছিলেন মার্কেটিং অফিসার আব্দুর রহিম। পক্ষান্তরে চাল ও গমপট্টির ব্যবসায়ীরা বলেছেন, চালের বস্তা আমাদের ভরা নয়। তা ছাড়া চাল দেখার জন্য কিছু চাল বের করার কারণে ওজনে সামান্য তারতম্য হয়। সেটাই হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ছাড় দিলো না।

Leave a comment