এনপিএল ক্রিকেট লিগের আজকের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির আয়োজনে নাইটিঙ্গেল প্রিমিয়ার ক্রিকেট লিগে (এনপিএল) আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় প্রথম ম্যাচ এবং দুপুর ২টায় দ্বিতীয় ম্যাচ শুরু হবে। চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে ওই খেলা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী টিমের ক্রিকেটারদেরকে সকাল সাড়ে ৮টার মধ্যে মাঠে উপস্থিত থেকে রিপোর্ট করতে বলা হয়েছে।
উল্লেখ্য এনপিএল২০১৪’র চেয়ারম্যান চুয়াডাঙ্গা পৌর মেয়র জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কো-চেয়ারম্যান ওয়ালটন চুয়াডাঙ্গার এক্সক্লুসিভ ডিলার মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, সদস্য সচিব তরুণ ক্রীড়াসংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার এবং সমন্বয়ক চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব। প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ, সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী, সর্বোচ্চ রান সংগ্রহকারী ও বিগ সিক্স হাকানো ক্রিকেটারকে পুরস্কার প্রদান করা হয়। সেই সাথে প্রতিটি ম্যাচে বাউন্ডারির বাইরে থেকে ক্যাচ ধরা দর্শককেও পুরস্কার প্রদান করা হয়। আজ এ পুরস্কার ক্রিকেটারদের হাতে তুলে দেবেন জামান গ্রুপের এমডি আসাদুজ্জামান ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক শাহ্ আলম সনি।

Leave a comment