মেহেরপুরের দরবেশপুরে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের দরবেশপুর গ্রাম বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে গ্রামের এক যুবলীগ নেতার নেতৃত্বে এ ভাঙচুরের ঘটনা ঘটে বলে বিএনপি অভিযোগ করেছে। এ বিষয়ে মামলা করা হবে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।

অভিযোগসূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের দরবেশপুর গ্রাম বিএনপির অফিসটি সড়ক বিভাগের জায়গার ওপর। জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জেলা তাঁতিদলের সভাপতি দরবেশপুর গ্রামের আরজুল্লাহ মাস্টার বাবলু অভিযোগ করে বলেন, গ্রামের আব্দুল মান্নানের ছেলে যুবলীগ নেতা সাইদুর রহমান ও তার ভাই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ১০/১২ জন নেতাকর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বিএনপি অফিসে ভাঙচুর চালান। এ ব্যাপারে বারাদী (রাজনৈতিক) ইউনিয়ন যুবলীগের খোকন জানান, বিএনপি অফিসটি সাইদুর রহমানের জায়গায় অবস্থিত। সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের তাগিদে জমিটি উদ্ধারের জন্য অফিসটি সরিয়ে দেয়া হয়েছে।