দামুড়হুদার হুদাপাড়া ফুটবলে আশরাফপুর একাদশের জয়লাভ

 

ভ্রাম্যমা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার হুদাপাড়া ফুটবল টুনার্মেন্টের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় মুজিবনগর উপজেলার আশারফপুর ফুটবল একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে দামুড়হুদা উপজেলার জাহাজপোতা ফুটবল একাদশকে পরাজিত করেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় হুদাপাড়া প্রাইমারি স্কুলমাঠে আশরাফপুর ফুটবল একাদশ ও জাহাজপোতা ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলাটি নির্ধারিত সময়ে খেলায় ১-১ গোলে ড্র হয়। খেলার নিয়মানুয়ায়ী ফলাফলের ট্রাইবেকারে গড়ায়। আশরাফপুর ফুটবল একাদশ ৫-২ গোলে জাহাজপোতা ফুটবল একাদশকে পরাজিত করে তৃতীয় স্থান লাভ করে।

খোলাটি পরিচালনা করেন মাসুদুর রহমান, সহকারী ইউসুফ আলী ও সেয়দ তিতুয়ার রহমান। ধারাভাষ্যে ছিলেন জাকির হোসেন ও সেলিম রেজা। সার্বিক সহযোগিতায় ছিলেন নাজমুল হোসেন গ্যাগার, ডা. আপেল উদ্দিন, আনোয়ার হোসেন ও সাইদুর রহমান সাইদ। খেলা শেষে ৩য় স্থান অধিকারী দল আশরাফপুর ফুটবল একাদশকে পুরস্কার হিসেবে একটি খাসি ছাগল তুলে দেন আয়োজক কমিটি।

Leave a comment